X

Type keywords like Social Business, Grameen Bank etc.

মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসন কলেজে প্রফেসর ইউনূসের সমাবর্তন বক্তৃতা প্রদান।

মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসন কলেজে প্রফেসর ইউনূসের সমাবর্তন বক্তৃতা প্রদান।

প্রেস রিলিজ (১৫ মে ২০১৬)

Professor Yunus Delivers Commencement Speech at Babson College, USA

নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস ১৪ মে ২০১৬ মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেট্স, ওয়েলেসলির ঐতিহ্যবাহী ব্যবসন কলেজের ২০১৬ সালের সমাবর্তন অনুষ্ঠানে “সমাবর্তন বক্তৃতা” প্রদান করছেন।

নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস ১৪ মে ২০১৬ মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেট্স, ওয়েলেসলির ঐতিহ্যবাহী ব্যবসন কলেজের (Babson College) ২০১৬ সালের সমাবর্তন অনুষ্ঠানে “সমাবর্তন বক্তৃতা” প্রদান করেছেন।

শতবর্ষ পুরোনো ব্যবসন কলেজের এই সমাবর্তন অনুষ্ঠানে প্রায় ৫,০০০ অতিথি উপস্থিত ছিলেন। প্রফেসর ইউনূস তাঁর বক্তৃতায় তরুণদের সীমাহীন সৃষ্টিশীলতা নিয়ে কথা বলেন এবং মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে তাদের ক্ষমতা ব্যবহার করতে তরুণ গ্র্যাজুয়েটদের উদ্বুদ্ধ করেন। তিনি তাদেরকে শুধুমাত্র নতুন নতুন প্রযুক্তির সুবিধাভোগী হয়ে তৃপ্ত থাকতে নয়, বরং সম্ভাব্য স্বল্পতম সময়ে শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব ও শূন্য নীট কার্বন নিঃস্বরণ -- এই তিনটি শূন্য’র একটি নতুন পৃথিবী গড়ে তুলতে যুগান্তকারী সব প্রযুক্তি উদ্ভাবনের আহ্বান জানান। তিনি তাদেরকে সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে তাদের সৃষ্টিশীল ক্ষমতার প্রায় সবটুকু প্রয়োগ করতে এবং ব্যক্তিগত আরাম-আয়েশের পেছনে এর সামান্য অংশ ব্যয় করতেও অনুপ্রাণিত করেন।

প্রায় ৫০০ একর জায়গা জুড়ে অবস্থিত ব্যবসন কলেজ ক্যাম্পাস গত ২৩ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠ উদ্যোক্তা তৈরীর কলেজ (Entrepreneurship College) হিসেবে বিবেচিত।

ছবির ক্যাপশন: নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস ম্যাসাচুসেট্স, মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ব্যবসন কলেজের ২০১৬ সালের সমাবর্তন অনুষ্ঠানে কলেজের প্রেসিডেন্ট ও ম্যাসাচুসেট্স রাজ্যের প্রাক্তন ডেপুটি গভর্ণর কেরি হিলির নিকট থেকে সম্মানসূচক ডিগ্রী গ্রহণ করছেন।