X

Type keywords like Social Business, Grameen Bank etc.

নাইরোবীতে পূর্ব আফ্রিকা সোশ্যাল বিজনেস ফোরাম উদ্বোধন করলেন প্রফেসর ইউনূস

নাইরোবীতে পূর্ব আফ্রিকা সোশ্যাল বিজনেস ফোরাম উদ্বোধন করলেন প্রফেসর ইউনূস

ইউনূস সেন্টার প্রেস রিলিজ (১৪ মে, ২০২৩ )

 

নাইরোবী ৮ মে ২০২৩

 

গত ৮ মে ২০২৩ কেনিয়ার রাজধানী নাইরোবীতে “ইস্ট আফ্রিকা সোশ্যাল বিজনেস ফোরাম অন ইয়ুথ অনট্রাপ্রিনিয়রশীপ” অনুষ্ঠিত হয়। কেনিয়া, উগান্ডা, রুয়ান্ডা ও তানজানিয়া থেকে সামাজিক ব্যবসা অংশীজনদের নিয়ে অনুষ্ঠিত এই ফোরামে সামাজিক ব্যবসা আন্দোলনের অগ্রগতি উদ্যাপন করা হয়।

 

ফোরাম চলাকালে প্রফেসর ইউনূস কয়েকটি বিশ্ববিদ্যালয়ে “ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার” উদ্বোধন করেন, আফ্রিকার তরুণ সমাজ, নারী উদ্যোক্তা ও ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠক করেন, এবং সামাজিক ব্যবসা কমিউনিটির অংশীজনদের সাথে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

 

এই অঞ্চলে অবস্থিত ৯টি ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টারের অন্যতম “তানগাজা বিশ্ববিদ্যালয় কলেজ ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার” কর্তৃক ইউনূস সেন্টার এবং ওয়াই-ওয়াই ভের্ঞ্চাস ও তার বৈশ্বিক অংশীদারদের সহযোগিতায় আয়োজিত এই সম্মেলন ছিল পুরোপুরি “সবুজ” যেখানে রিসাইকেলকৃত ও টেকসই মেটেরিয়াল ব্যবহার করা হয়।

 

ফোরামে যোগ দেন ৩০০ জনেরও বেশী আঞ্চলিক অংশগ্রহণকারী, ২৫০ জনের অধিক ছাত্র-ছাত্রী, এবং ২০ জন আন্তর্জাতিক বক্তা যাঁদের মধ্যে ছিলেন নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস এবং আফ্রিকা এন্ড গ্লোবাল পার্টনারশীপস অ্যাট ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট-এর ব্যবস্থাপনা পরিচালক মিস ওয়ানজিরা মাতাই সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

প্যানেল সেশনগুলিতে আলোচিত বিষয়সমূহের মধ্যে ছিল কীভাবে সামাজিক ব্যবসা পূর্ব আফ্রিকাতে একটি তরুণ উদ্যোক্তা সংস্কৃতির চর্চা করতে পারে, সার্কুলার ও সবুজ অর্থনীতিতে উত্তরণের প্রক্রিয়া, পরবর্তী পর্যায়ের সামাজিক ব্যবসা উদ্যোক্তাদের অর্থায়নের উপায় এবং সামাজিক ব্যবসা ইকো-সিস্টেম নির্মাণ পদ্ধতি। প্রফেসর ইউনূসের কর্ম ও আদর্শের ভিত্তিতে তৈরী সামাজিক ব্যবসাগুলির অগ্রগতি সেশনগুলিতে তুলে ধরা হয়। এছাড়াও এই অনুষ্ঠানে কেনিয়া, উগান্ডা ও রুয়ান্ডায় কাম্পালা বিশ্ববিদ্যালয়ের তিনটি ক্যাম্পাসে তিনটি ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টারের উদ্বোধন করা হয়।

 

তাঁর মূল ভাষণে প্রফেসর ইউনূস বলেন, “আফ্রিকার তরুণরা হচ্ছে পৃথিবীর ভবিষ্যৎ।” তিনি মনে করিয়ে দেন যে, আফ্রিকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে তারুণ্য-প্রধান এলাকা যেখানে জনসংখ্যার গড় বয়স ১৯ বছর।

 

তিনি আরো বলেন, উন্নত বিশ্বের আত্মঘাতী অর্থনৈতিক মডেল যা সারা পৃথিবীকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে আফ্রিকা সেটা অন্ধভাবে অনুসরণ করে না। তিনি বলেন, আমাদেরকে অবশ্যই এই আত্মঘাতী পথ পরিত্যাগ করতে হবে। আমাদেরেক অবশ্যই একটি নতুন নৌকা ও নতুন ইঞ্জিন তৈরী করতে হবে এবং আফ্রিকান তরুণরা তাদের উদ্যোক্তা শক্তি ও সৃষ্টিশীলতা দিয়ে একটি নতুন সভ্যতার পথে মানবসমাজকে চালিত করতে এই নৌকা তৈরী করবে। আফ্রিকার জনসংখ্যার ৬০ শতাংশেরও বেশীর বয়স ২৫ বছরের নিচে এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে, ২০৩০ সালের মধ্যে পৃথিবীর ৪২ শতাংশ তরুণ আসবে এই মহাদেশ থেকে। 

 

পরদিন “ইউনূস ইনভায়ার্ণমেন্ট হাব”-এর চেয়ারম্যান নোবেল শান্তি পুরস্কার জয়ী প্রফেসর ইউনূস “SHE Stars Graduation Program” প্রোগ্রামে ভাষণ দেন। ২০২১ সালে জার্মানী ইউনূস ইনভায়ার্ণমেন্টাল হাব এর সহযোগিতায় জি.আই.জেড এর মাধ্যমে “এমপ্লয়মেন্ট এন্ড স্কিলস ফর ডেভেলপমেন্ট ইন আফ্রিকা” কর্মসূচি চালু করে যার লক্ষ্য কোভিড-১৯ ও জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিরূপ অর্থনৈতিক প্রভাবের শিকার এমন ১,৫০০ ক্ষুদ্র ও মধ্যম আকারের নারী-উদ্যোক্তা ব্যবসার প্রসার ও প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি। এদের মধ্যে ৪০২ জন ব্যবসায়ী নারী মে ৯, ২০২৩ তারিখে SHE Stars - See Her Empowered খেতাব পেয়েছেন। এছাড়া কেনিয়ার নেতৃস্থানীয় মিডিয়া গ্রুপ “স্ট্যান্ডার্ড মিডিয়া গ্রুপ” আফ্রিকান তরুণদের জন্য আয়োজিত একটি অনট্রাপ্রিনিয়রশীপ এন্ড সোশ্যাল বিজনেস প্যানেলে নেতৃত্ব দেবার জন্য প্রফেসর ইউনূসকে আমন্ত্রণ জানায় যেখানে প্রফেসর ইউনূসের সঙ্গে ছিলেন “জামী বোরা ট্রাস্ট”-এর প্রতিষ্ঠাতা মিস ইনগ্রিড মুনরো এবং তানগাজা বিশ্ববিদ্যালয় কলেজের ইনস্টিটিউট ফর সোশ্যাল কমিউনিকেশান-এর পরিচালক ব্রাদার জোনাস জিনেকু ইয়োভি। উল্লেখ্য যে, জামী বোরা ট্রাস্ট ১৯৯০-এর দশকে কেনিয়ার বস্তি এলাকায় একটি গ্রামীণ মডেলের ক্ষুদ্রঋণ কর্মসূচি চালু করে। প্যানেলটি কেটিএন নিউজ ও কেনিয়ার অন্যান্য টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।

 

প্রফেসর ইউনূস নাইরোবীর তরুণদের সংগঠন “ওয়াইপিও গোল্ড নাইরোবী” কর্তৃক আয়োজিত “ইউনূস সোশ্যাল বিজনেস পিচ নাইট”-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেন। তিনি ব্যবসায়ী ও সামাজিক ব্যবসায়ীদের উদ্দেশ্যে একটি তিন শূন্য’র পৃথিবী সৃষ্টির উপর বক্তৃতা করেন। অনুষ্ঠানের উচ্চ পর্যায়ের জুরি বোর্ডে ছিলেন জাতি সংঘের ডেপুটি সেক্রেটারী জেনারেল এবং জাতি সংঘ টেকসই উন্নয়ন গ্রুপের চেয়ারপার্সন মিস আমিনা মোহামেদ যিনি বলেন যে, কেনিয়া ইতোমধ্যে প্রফেসর ইউনূসের নিকট থেকে অনেক কিছু শিখেছে এবং তাঁর নিকট থেকে আরো শেখার ও অনুসরণ করার আছে। প্রফেসর ইউনূস সামাজিক ব্যবসার মাধ্যমে নারীদের ক্ষমতায়ন ও দারিদ্র বিমোচনের গুরুত্বের উপর আবারো জোর দেন।

 

প্রফেসর ইউনূস তাঁর সম্মানে “অ্যাসপেন নেটওয়ার্ক অব ডেভেলপমেন্ট অনট্রাপ্রিনির্য়স” কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন। তিনি তাঁর প্রদত্ত অনুষ্ঠানের মূল ভাষণে বলেন, “সমাজ থেকে দারিদ্র এবং অর্থনৈতিক ব্যবস্থার ত্রুটিগুলি দূর করতে হলে আমাদেরকে সমাজে নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে, প্রচলিত ধ্যান-ধারণা দূর করতে হবে, আগে কখনো ঘটেনি এমন জিনিষ চিন্তা করতে হবে এবং সামাজিক ফিকশন রচনা করতে হবে।”

 

এরপর প্রফেসর ইউনূস “পাওয়ার্ড যুয়া বাইক্স” নামের একটি সামাজিক ব্যবসা পরিদর্শন করেন যা সাধারণ বাইসাইকেলকে সোলার চালিত ই-বাইকে রূপান্তরিত করে। সামাজিক ব্যবসাটি ইউনূস ইনভায়ার্ণমেন্টাল হাব-এর সহযোগিতায় প্রতিষ্ঠিত। প্রফেসর ইউনূস তরুণ আফ্রিকান উদ্যোক্তাদেরকে কীভাবে তাদের ব্যবসা বড় করতে হবে এবং আরো কার্যকর আর্থ-সামাজিক অভিঘাতের জন্য কীভাবে তাদের ব্যবসায়িক মডেলকে আরো সফল ও উন্নত করতে হবে এ বিষয়ে তাদের পরামর্শ দেন। এছাড়াও তিনি একটি স্থানীয় মরিঙ্গা স্কুলে বক্তৃতা দেন যা আফ্রিকান তরুণদের প্রযুক্তিগত শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে থাকে।

 

তাঁর সফরকালে প্রফেসর ইউনূস ক্রীড়া, ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক ক্যাবিনেট সেক্রেটারী মিস আমিনা মোহামেদ, কঙ্গোর ভিরুঙ্গা ন্যাশনাল পার্কের ওয়ার্ডেন মি. ইম্যানুয়েল ডি মেরো, গ্রীণবেল্ট মুভমেন্টের পরিচালক ও নোবেল লরিয়েট মিস ওয়াংগারি মাতাই এর মেয়ে মিস ওয়ানজিরা মাতাই এবং ইউএন-হাবিট্যাট (জাতি সংঘ হিউম্যান সেটলমেন্ট প্রোগ্রাম)-এর নির্বাহী পরিচালক ড. মাইমুনাহ মোহামেদ শরিফ এর সাথে পৃথক পৃথক বৈঠক করেন।

ছবির ক্যাপশন-১: ৮ মে ২০২৩ নাইরোবীতে অনুষ্ঠিত “ইস্ট আফ্রিকা সোশ্যাল বিজনেস ফোরাম অন ইয়ুথ অনট্রাপ্রিনিয়রশীপ ২০২৩”-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস।

ছবির ক্যাপশন-২: “ইস্ট আফ্রিকা সোশ্যাল বিজনেস ফোরাম অন ইয়ুথ অনট্রাপ্রিনিয়রশীপ ২০২৩” অনুষ্ঠানে তানগাজা বিশ্ববিদ্যালয় কলেজ, কেনিয়ার একটি টীমের সঙ্গে প্রফেসর মুহাম্মদ ইউনূস ও ইউনূস প্রতিষ্ঠানসমূহের সদস্যগণ। তানগাজা বিশ্ববিদ্যালয় কলেজে একটি “ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার” রয়েছে।

ছবির ক্যাপশন-৩: “ইস্ট আফ্রিকা সোশ্যাল বিজনেস ফোরাম অন ইয়ুথ অনট্রাপ্রিনিয়রশীপ ২০২৩” চলাকালে “ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার” প্লাকের সম্মুখে তানগাজা বিশ্ববিদ্যালয় কলেজ, কেনিয়ার অধ্যাপক ও স্টাফদের সঙ্গে প্রফেসর মুহাম্মদ ইউনূস। উক্ত ফোরামের আয়োজক তানগাজা বিশ্ববিদ্যালয় কলেজের ইউনূস সেন্টারটি আফ্রিকার ৮টি ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টারের অন্যতম।

ছবির ক্যাপশন-৪: ৮ মে ২০২৩ “ইস্ট আফ্রিকা সোশ্যাল বিজনেস ফোরাম অন ইয়ুথ অনট্রাপ্রিনিয়রশীপ ২০২৩”-এ পূর্ব আফ্রিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা ছাত্র ও শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত একটি সেশনে বক্তব্য রাখছেন প্রফেসর মুহাম্মদ ইউনূস।

 

সমাপ্ত

 

Related

Yunus Visits Euro 4 Billion Newly Constructed Paris  2024 Olympic Village Based on His Concept --- Signs a New Agreement for Milan Winter Olympic 2026

Yunus Visits Euro 4 Billion Newly Constructed Paris  2024 Olympic Village Based on His Concept --- Signs a New Agreement for Milan Winter Olympic 2026
Yunus centre Press Release (04 June 2023)   Nobel Laureate Professor Yunus recently concluded a fruitful 10-day visit to Europe, during which he engaged in high-level meetings, signed agreements, and delivered speeches in Germany, Italy, and France. His visit inc...

YUNUS EXCHANGES HIS VIEWS WITH PORTUGUESE PRESIDENT

YUNUS EXCHANGES HIS VIEWS WITH PORTUGUESE PRESIDENT
Yunus Centre Press Release – 18 May 2023   Porto, May 12, 2023   Nobel Laureate Professor Muhammad Yunus held an exclusive meeting with H.E. Mr Marcelo Rebelo de Sousa, the President of Portugal on occasion of the Sustainability and Society Forum hel...

পর্তুগালের প্রেসিডেন্টের সাথে প্রফেসর ইউনূসের মতবিনিময় বৈঠক

পর্তুগালের প্রেসিডেন্টের সাথে প্রফেসর ইউনূসের মতবিনিময় বৈঠক
ইউনূস সেন্টার প্রেস রিলিজ (১৮ মে, ২০২৩ )   পোর্টো, ১২ মে ২০২৩   পর্তুগালের প্রেসিডেন্ট মহামান্য মার...

Yunus OPENS THE EAST AFRICAN SOCIAL BUSINESS FORUM in Nairobi

Yunus OPENS THE EAST AFRICAN SOCIAL BUSINESS FORUM in Nairobi
Yunus Centre Press Release – 14 May 2023   Nairobi 8 May 2023 The East Africa Social Business Forum on Youth Entrepreneurship was held in Nairobi, Kenya on 8th May 2023. It brought together East African stakeholders across Kenya, Uganda, Rwanda, Tanzania w...

Under-Secretary General of UN Discusses Zero Waste Programme of UN with Professor Yunus in Nairobi

Under-Secretary General of UN Discusses Zero Waste Programme of UN with Professor Yunus in Nairobi
Yunus Centre Press Release – 13 May 2023 Photo Caption: Nobel Laureate Professor Muhammad Yunus with The Under-Secretary-General and Executive Director of UN Habitat, Ms Maimunah Mohd. in Nairobi, Kenya. photo: Yunus Centre/Lamiya Morshed  Nairobi, May 10...

বাংলাদেশে নার্সিং শিক্ষার উন্নয়নে নিউ ইয়র্কের এডালফাই বিশ্ববিদ্যালয়ের সাথে প্রফেসর ইউনূসের সহযোগিতা চুক্তি স্বাক্ষর

বাংলাদেশে নার্সিং শিক্ষার উন্নয়নে নিউ ইয়র্কের এডালফাই বিশ্ববিদ্যালয়ের সাথে প্রফেসর ইউনূসের সহযোগিতা চুক্তি স্বাক্ষর
ইউনূস সেন্টার প্রেস রিলিজ (মার্চ ২৭, ২০২৩ )   নোবেল শান্তি পুরস্কার জয়ী অর্থনীতিবিদ প্রফেসর মুহাম্মদ ...

Bangladeshi Young Automechanics Heading for Japan

Bangladeshi Young Automechanics Heading for Japan
Yunus Centre Press Release (March 18 2023)   Eleven automechanic students, graduated from Japan Automechanic School (JAS) in Dhaka, are all set to leave for Japan to start their career as automechanics. These students of the fifth graduating class of the school a...

বাংলাদেশ থেকে ট্রেনিংপ্রাপ্ত তরুণ অটোমেকানিকরা জাপান যাচ্ছে

বাংলাদেশ থেকে ট্রেনিংপ্রাপ্ত তরুণ অটোমেকানিকরা জাপান যাচ্ছে
ইউনূস সেন্টার প্রেস রিলিজ (মার্চ ১৮, ২০২৩ )   জাপান অটোমেকানিক স্কুল, ঢাকা  থেকে সদ্য পাশ করা ১১ জন বা...

"All Human beings are born as entrepreneurs, Job is a wrong Turn" says Yunus in Knowledge Festival Held in Autonomous Bodoland, Assam

Yunus Centre Press Release (03 March 2023) Nobel laureate Professor Muhammad Yunus was invited as the Chief Guest at the Bodoland Knowledge Festival, held in Kokrajhar, administrative headquarter of Bodoland Autonomous Region of Assam, on February 27 to March 2. He was...