X

Type keywords like Social Business, Grameen Bank etc.

বাংলাদেশ থেকে ট্রেনিংপ্রাপ্ত তরুণ অটোমেকানিকরা জাপান যাচ্ছে

বাংলাদেশ থেকে ট্রেনিংপ্রাপ্ত তরুণ অটোমেকানিকরা জাপান যাচ্ছে

ইউনূস সেন্টার প্রেস রিলিজ (মার্চ ১৮, ২০২৩ )

 

জাপান অটোমেকানিক স্কুল, ঢাকা  থেকে সদ্য পাশ করা ১১ জন বাংলাদেশী তরুণ অটোমেকানিক হিসেবে নিজেদের কর্মজীবন শুরু করতে শীঘ্রই জাপান যাচ্ছে। স্কুলটির ৫ম ব্যাচের কোর্স সমাপ্তকারী এই ছাত্রদের সকলেরই জাপান যাবার আয়োজন প্রায় শেষের পথে। চতুর্থ ব্যাচের ২ জন ইতোমধ্যেই জাপান গিয়েছে। পরবর্তী ব্যাচের সকল ছাত্রও কোর্স শেষ করার পর জাপান যাবার প্রস্তুতি চলছে।

 

জাপান অটোমেকানিক লিঃ কর্তৃক প্রতিষ্ঠিত এই স্কুলে ছাত্ররা একই সাথে অটোমেকানিক্স ও জাপানী ভাষার উপর দুই বছর প্রশিক্ষণ নিয়েছে। উল্লেখ্য যে, জাপান অটোমেকানিক লিঃ জাপানের এস কে ড্রিম ও বাংলাদেশের গ্রামীণ শিক্ষার মালিকানায় নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস কর্তৃক সৃষ্ট একটি সামাজিক ব্যবসা জয়েন্ট ভেঞ্চার।

 

৫ম ব্যাচের এই ছাত্রদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান গত ১৪ মার্চ ২০২৩ ঢাকার মিরপুরে অবস্থিত টেলিকম ভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ইউনূস। জাপান অটোমেকানিক লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সুনোকি হিরাও এবং বিভিন্ন গ্রামীণ কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সদ্য গ্র্যাজুয়েট ছাত্রদের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে ছাত্ররা প্রত্যেকেই অনর্গলভাবে জাপানী ভাষায় বক্তব্য রাখে। উল্লেখ্য যে, জাপান অটোমেকানিক স্কুলে জাপানী শিক্ষকদের সরাসরি তত্ত্বাবধানে ছাত্রদেরকে অটোমেকানিক্স ও জাপানী ভাষার উপর প্রশিক্ষণ দেয়া হয়। তাদের বক্তব্যে ছাত্ররা তাদের প্রশিক্ষণ, প্রত্যশা ও ভবিষ্যত পরিকল্পনার কথা তুলে ধরে। ছাত্রদের প্রত্যেকেই এরই মধ্যে টিআইটিপি-র ( TITP) অধীনে নির্বাচিত হয়েছে এবং জাপানের বিভিন্ন অটোমোবাইল কোম্পানীতে চাকরি পেয়েছে। এখানে উল্লেখ্য যে, টিআইটিপি (টেকনিক্যাল ইন্টার্ণ ট্রেনিং প্রোগ্রাম) জাপান সরকারের সম্প্রতি ঘোষিত টেকনিক্যাল ইন্টার্ণ ট্রেনিং অ্যাক্টের অধীনে জাপানী কোম্পানীগুলিতে বিদেশী কর্মী নিয়োগের একটি ব্যবস্থা। জাপান অটোমেকানিক স্কুলের দুজন ছাত্র টিআইটিপি-র অধীনে বর্তমানে জাপানে একটি মার্সিডিজ বেঞ্জ ডিলারশীপে কাজ করছে। জাপান অটোমেকানিক লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সুনোকি হিরাও গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে বলেন যে, এখন থেকে প্রতি বছর জাপান অটোমেকানিক স্কুলের ১০-১২ জন গ্র্যাজুয়েট টিআইটিপি-র অধীনে জাপানে কাজ করতে যাবে।

 

এখানে আরো উল্লেখ্য যে, জাপান অটোমেকানিক স্কুল থেকে এর পূর্বে আরো ৪৬ জন ছাত্র অটোমেকানিক্স কোর্স সম্পন্ন করে র‌্যাংগ্স ওয়ার্কশপ লিঃ সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত।

ছবির ক্যাপশন-০১: জাপান অটোমেকানিক স্কুলের ৫ম গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে সদ্য পাশ করা ছাত্রদের সাথে জাপান অটোমেকানিক লিঃ-এর চেয়ারম্যান নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস, জাপান অটোমেকানিক লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সুনোকি হিরাও, গ্রামীণ শিক্ষার এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান জনাব নূরজাহান বেগম, ও ডানা এশিয়া-র প্রধান নির্বাহী জনাব ডানকান পাওয়ার।

ছবির ক্যাপশন-০২: জাপান অটোমেকানিক স্কুলের ৫ম গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে সদ্য গ্র্যাজুয়েট, তাদের পরিবারের সদস্য ও স্কুলের স্টাফদের সাথে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস।

ছবির ক্যাপশন-০৩: জাপান অটোমেকানিক স্কুলের ৫ম গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস।

ছবির ক্যাপশন-০৪: জাপান অটোমেকানিক স্কুলের ৫ম গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে নিজের প্রশিক্ষণ, প্রত্যশা ও ভবিষ্যত পরিকল্পনা বিষয়ে বলছে একজন গ্র্যাজুয়েট।

 

সমাপ্ত

 

 

Related

বাংলাদেশে নার্সিং শিক্ষার উন্নয়নে নিউ ইয়র্কের এডালফাই বিশ্ববিদ্যালয়ের সাথে প্রফেসর ইউনূসের সহযোগিতা চুক্তি স্বাক্ষর

বাংলাদেশে নার্সিং শিক্ষার উন্নয়নে নিউ ইয়র্কের এডালফাই বিশ্ববিদ্যালয়ের সাথে প্রফেসর ইউনূসের সহযোগিতা চুক্তি স্বাক্ষর
ইউনূস সেন্টার প্রেস রিলিজ (মার্চ ২৭, ২০২৩ )   নোবেল শান্তি পুরস্কার জয়ী অর্থনীতিবিদ প্রফেসর মুহাম্মদ ...

Bangladeshi Young Automechanics Heading for Japan

Bangladeshi Young Automechanics Heading for Japan
Yunus Centre Press Release (March 18 2023)   Eleven automechanic students, graduated from Japan Automechanic School (JAS) in Dhaka, are all set to leave for Japan to start their career as automechanics. These students of the fifth graduating class of the school a...

"All Human beings are born as entrepreneurs, Job is a wrong Turn" says Yunus in Knowledge Festival Held in Autonomous Bodoland, Assam

Yunus Centre Press Release (03 March 2023) Nobel laureate Professor Muhammad Yunus was invited as the Chief Guest at the Bodoland Knowledge Festival, held in Kokrajhar, administrative headquarter of Bodoland Autonomous Region of Assam, on February 27 to March 2. He was...

Alliance, Grameen Creative Lab Form Partnership to Address Plastic Waste in Cities

The Alliance to End Plastic Waste (AEPW) today announced a partnership with the Grameen Creative Lab to support development of Zero Plastic Waste Cities to reduce plastic waste leaking into the environment.Zero Plastic Waste Cities are being developed by the Grameen Cre...

#ESS2024 presents the social & solidarity-driven enterprises winners of the first olympic tenders

#ESS2024 presents the social & solidarity-driven enterprises winners of the first olympic tenders
On Monday October 7th at Ecodair*, ESS 2024 gathered all its partners to present the social & solidarity-driven enterprises winners of the first olympic tenders since november 2018.After an introduction by Jean-François Martins, deputy Mayor of Paris on sport and t...