X

Type keywords like Social Business, Grameen Bank etc.

Vatican awards Yunus with the “Lamp of Peace of Saint Francis”

Vatican awards Yunus with the “Lamp of Peace of Saint Francis”

Press Release (04 September, 2019)

Professor Muhammad Yunus with the Lamp of Peace of Saint Francis. It is a replica of a glass oil lamp that burns at the side of the grave of Saint Francis of Assisi. The lamp is made of glass to recall purity and the oil that burns inside is both a symbol of humility and of the desire of rebirth and social commitment.

September 3rd 2019

The Vatican honoured Nobel Laureate Professor Muhammad Yunus with the ‘Lamp of Peace of Saint Francis’, on 3rd September 2019 at the Basilica of St. Francis, in Assisi, Italy. The award aims to honor those who work towards promoting peace and harmony. Muhammad Yunus was a guest in the Upper Basilica of San Francesco of Assisi (Umbria) where he held a Lectio Magistralis and received the Lamp of Peace award.

 

The Nobel Peace Prize Laureate gave a lecture on circular economy and microcredit and participate in the scientific teaching of Percorsi Assisi, the first inter-university school in economics fostered by the Franciscan friars of the Sacred Convent and multiple higher education Italian institutes. This school is part of the path that will lead next year to “The Economy of Francesco”, a global summit, promoted by Pope Francis directed at all young people, entrepreneurs and change makers to foster a new more just, fraternal and sustainable global economy.

In this same occasion, Professor Muhammad Yunus received the Lamp of Peace of Saint Francis, a recognition that is conferred to political, cultural or civil society personalities who have distinguished themselves for their commitment in favouring peace, dialogue and union. The Lamp represents the simplicity of the Franciscan message: the lamp is made of glass to recall purity and the oil that burns inside is both a symbol of humility and of the desire of rebirth and social commitment. It is a replica of a glass oil lamp that burns at the side of the grave of Saint Francis of Assisi, the founder of the Franciscan order behind the peace prize.

Father Enzo Fortunato, Spokesperson and Communication Director of the Holy Convent of Papal Basilica of Assisi, representing Vatican, invited Prof Yunus on behalf of Pope Frances and made the award announcement earlier this year during the 9th Social Business Day heat Bangkok, Thailand.

The Lamp of Peace was first presented in 1981 to Polish trade union leader Lech Walesa. Other recipients include Pope John Paull II, the Dalai Lama, Saint Teresa of Calcutta and former Russian leader Mikhail Gorbachev. Former Colombian President Juan Manuel Santos received the prize in 2016, along with the Nobel Peace Prize, for his efforts at reconciliation amid his country's civil war. The last two winners of the award were Angela Merkel and King Abdullah II of Jordan.

Father Mauro Gambetti, the Master of the Holy Convent and the Papal Basilica of Assisi presented the Award to Nobel Laureate Professor Muhammad Yunus on behalf of the Vatican. The ceremony took place at the historical Papal Basilica of Assisi in the presence of senior officials of the Vatican, political leaders, rectors and professors from various universities in Rome and also included prominent social leaders and a big gathering of youth from all over Italy.

In his acceptance speech Professor Yunus elaborated his worries about three impending dangers which challenge the very existence of human beings on this planet beyond this century.  These include: extreme wealth concentration on an ongoing basis, rapid environmental degradation, and the rise of artificial intelligence.

Father Mauro Gambetti, the Master of the Holy Convent and the Papal Basilica of Assisi along with other senior officials present Yunus with the Lamp of Peace of Saint Francis.

Professor Muhammad Yunus delivering Lectio Magistralis at the Basilica of St. Francis.

Audience at the ceremony inside the historical Papal Basilica of Assisi. Senior officials of the Vatican, political leaders, academics, prominent social leaders and a big gathering of youth from Rome and all over Italy were present at the event.

END

 

প্রেস রিলিজ

ভ্যাটিকানের “ল্যাম্প অব পীস” পুরস্কার পেলেন প্রফেসর ইউনূস

ভ্যাটিকান তার “ল্যাম্প অব পীস” পুরস্কার প্রদান করলো নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসকে। গত ৩ সেপ্টেম্বর ২০১৯ ইটালির আসিসিতে অবস্থিত “বাসিলিকা অব সেইন্ট ফ্রান্সিস”-এ প্রফেসর ইউনূসকে এই সম্মাননা দিলো ভ্যাটিকান। শান্তি ও সংহতি প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অবদানের জন্য এই পুরস্কার দেয়া হয়ে থাকে।

“দ্য হোলি কনভেন্ট অব প্যাপাল বাসিলিকা অব আসিসি”র মুখপাত্র ও পরিচালক যোগাযোগ ফাদার এনজো ফরতুনাতো ২৮ জুন ২০১৯ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ৯ম সামাজিক ব্যবসা দিবসের উদ্বোধনী দিনে পোপ ফ্রান্সিসের প্রতিনিধি হিসেবে এই পুরস্কারের ঘোষণা দেন।

১৯৮১ সালে পোলান্ডের প্রখ্যাত ট্রেড ইউনিয়ন নেতা লেস ওয়ালেসাকে প্রথম এই পুরস্কার দেয়া হয়। পোপ দ্বিতীয় জন পল, দালাই লামা, কোলকাতার সেইন্ট তেরেসা এবং রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভকে ইতোপূর্বে এই পুরস্কার দেয়া হয়েছে। কলম্বিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোসকে তাঁর নিজ দেশের গৃহযুদ্ধ বন্ধে অবদানের জন্য ২০১৬ সালের নোবেল শান্তি পুরস্কারের পাশাপাশি এই পুরস্কার প্রদান করা হয়।

সম্প্রতি আরো যে দু’জনকে এই পুরস্কার প্রদান করা হয়েছে তাঁরা হচ্ছেন জার্মানীর প্রেসিডেন্ট অ্যাঙ্গেলা মের্কেল ও জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ্। অ্যাঙ্গেলা মের্কেলকে এই পুরস্কার দেয়া হয় মানুষে-মানুষে সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠায় তাঁর উল্লেখযোগ্য অবদানের জন্য। জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ্কে মানবাধিকার, আন্তঃধর্ম সংলাপ ও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় অবদান এবং সংঘাতপূর্ণ সিরিয়া থেকে দেশত্যাগকারী রিফিউজিদেরকে তাঁর দেশে আশ্রয়দানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।

আপার প্যাপাল বাসিলিকা অব আসিসি-তে আয়োজিত একটি জাকজমকপূর্ণ অনুষ্ঠানে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসকে এই পুরস্কার প্রদান করা হয়। ভ্যাটিকানের পক্ষে প্রফেসর ইউনূসের হাতে “ল্যাম্প অব পীস” তুলে দেন হোলি কনভেন্ট এবং প্যাপাল বাসিলিকা অব আসিসির মাস্টার ফাদার মওরো গামবেত্তি। ভ্যাটিকান নেতৃবৃন্দ, রোমের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রেক্টর ও অধ্যাপকগণ, ইটালির সকল এলাকা থেকে আগত ব্যবসায়ী নেতা এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক তরুণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তাঁর পুরস্কার গ্রহণসূচক ভাষণে প্রফেসর ইউনূস মানবজাতির সামনে তিনটি আসন্ন সংকট সম্বন্ধে গভীর উদ্বেগ প্রকাশ করেন: সম্পদের প্রবল ও ক্রমাগত কেন্দ্রীকরণ, পরিবেশের দ্রুত বিপর্যয়, এবং আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের উত্থান। তিনি এই বিপদগুলোর বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেন যে, এই গুরুতর সংকটগুলো মোকাবেলায় এখনই কার্যকর ব্যবস্থা নিতে না পারলে পৃথিবীতে মানবজাতির অস্তিত্বই হুমকির মুখে পড়বে।

“ল্যাম্প অব পীস” ফ্রান্সিসকান সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সেইন্ট ফ্রান্সিস অব আসিসির সমাধির পাশে প্রজ্বলিত একটি কাঁচের তৈল প্রদীপের অবিকল প্রতিরূপ বা রেপ্লিকা।

ছবির ক্যাপশন-১: হোলি কনভেন্ট এবং প্যাপাল বাসিলিকা অব আসিসির মাস্টার ফাদার মওরো গামবেত্তি ভ্যাটিকানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রফেসর ইউনূসের হাতে “ল্যাম্প অব পীস অব সেইন্ট ফ্রান্সিস” তুলে দিচ্ছেন।

ছবির ক্যাপশন-২: “ল্যাম্প অব পীস অব সেইন্ট ফ্রান্সিস” হাতে প্রফেসর ইউনূস। পুরস্কারটি সেইন্ট ফ্রান্সিস অব আসিসির সমাধির পাশে প্রজ্বলিত একটি কাঁচের তৈল প্রদীপের অবিকল প্রতিরূপ বা রেপ্লিকা। প্রদীপের স্বচ্ছ কাঁচ পবিত্রতা এবং প্রদীপের অভ্যন্তরে জ্বলতে থাকা তেল একই সাথে দীনতা এবং পুনর্জন্মের প্রত্যাশা ও সমাজের প্রতি দায়িত্বশীলতার প্রতীক।

ছবির ক্যাপশন-৩: বাসিলিকা অব সেইন্ট ফ্রান্সিস-এ মূল ভাষণ প্রদানরত প্রফেসর ইউনূস।

ছবির ক্যাপশন-৪: ঐতিহাসিক প্যাপাল বাসিলিকা অব আসিসি-তে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে আগত দর্শকগণ। ভ্যাটিকান নেতৃবৃন্দ, রোমের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রেক্টর ও অধ্যাপকগণ, ইটালির সকল এলাকা থেকে আগত ব্যবসায়ী নেতা এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক তরুণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।