X

Type keywords like Social Business, Grameen Bank etc.

একটি নতুন সভ্যতা, একটি ‘তিন শূন্য’র পৃথিবী সৃষ্টি করতে শ্রোতাদের প্রতি প্রফেসর ইউনূসের আহ্বান

একটি নতুন সভ্যতা, একটি ‘তিন শূন্য’র পৃথিবী সৃষ্টি করতে শ্রোতাদের প্রতি প্রফেসর ইউনূসের আহ্বান

ইউনূস সেন্টার প্রেস রিলিজ (২৬ মে, ২০২৩ )

 

জার্মান পোস্ট কোড লটারী চ্যারিটি উৎসবে ভাষণ দিলেন  প্রফেসর ইউনূস এবং অভিনেতা জর্জ ক্লুনি

 

“জার্মান পোস্ট কোড লটারী চ্যারিটি উৎসব ২০২৩”-এ ভাষণ দিলেন নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস। গত ২৪ মে ২০২৩ জার্মানীর ডুসেলডর্ফে অনুষ্ঠিত এই উৎসবে প্রধান বক্তা হিসেবে যোগ দেন প্রফেসর ইউনূস।

 

জার্মান পোস্ট কোড লটারী ইউরোপীয় পাঁচটি দেশের পোস্ট কোড লটারীগুলির অন্যতম। এই দেশগুলির ১ কোটি ৩০ লক্ষ মানুষ পোস্টকোডের ভিত্তিতে এই লটারীতে অংশগ্রহণ করে থাকেন। পোস্ট কোড লটারী থেকে যে আয় হয়ে থাকে তার ৩৩ থেকে ৪০ শতাংশ পৃথিবীর বিভিন্ন দেশে পরিচালিত চ্যারিটিগুলিতে দান করা হয়। ডাচ পোস্ট কোড লটারি (DPCL) এবং জার্মান পোস্ট কোড লটারি (GPCL) অনেক বছর ধরে YY ফাউন্ডেশনের মাধ্যমে প্রফেসর ইউনূসের বিশ্বব্যাপী সামাজিক ব্যবসা আন্দোলনকে সমর্থন করে আসছে। 

 

এই লটারীর সূচনাকারী “ডাচ পোস্ট কোড লটারী” সহ ইউরোপের পাঁচটি দেশের পোস্ট কোড লটারীগুলি দ্রুত বেড়ে উঠছে এবং পৃথিবীজুড়ে বিভিন্ন চ্যারিটির তহবিলের অন্যতম প্রধান উৎসে পরিণত হচ্ছে যা এখন গেট্স ফাউন্ডেশন ও ওয়েলকাম ট্রাস্ট-এর পরেই পৃথিবীর ৩য় বৃহত্তম স্থানে রয়েছে।

 

প্রফেসর ইউনূস ২০১২ সাল থেকে পোস্ট কোড লটারীর আন্তর্জাতিক দূত হিসেবে আমন্ত্রিত হয়ে আসছেন। তাঁর ভাষণে প্রফেসর ইউনূস ক্ষুদ্রঋণ, সামাজিক ব্যবসা ও সার্বজনীন ব্যবসা উদ্যোগ নিয়ে কথা বলেন এবং শূন্য বৈশ্বিক উষ্ণায়ন, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ ও শূন্য বেকারত্ব-ভিত্তিক ‘তিন শূন্য’র একটি নতুন সভ্যতা সৃষ্টি করার জন্য অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান। 

 

তিনি অর্থনৈতিক কাঠামোর পুনর্নির্মাণসহ বিভিন্ন নীতি ও প্রতিষ্ঠানসমূহের উপযুক্ত সংস্কারের উপর বিশেষভাবে জোর দেন যেগুলি পৃথিবীর বড় বড় সমস্যাগুলির জন্য মূলত দায়ী। তিনি একটি নতুন সভ্যতা নির্মাণে সামাজিক ব্যবসা, সার্বজনীন ব্যবসা উদ্যোগ এবং তরুণ সমাজের ভূমিকার উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন।

 

প্রফেসর ইউনূসের ভাষণের পর বিশ্বখ্যাত অভিনেতা ও সমাজকর্মী জর্জ ক্লুনি তাঁর কাজ ও অভিজ্ঞতার কাহিনী বর্ণনা করেন। উল্লেখ্য যে, জর্জ ক্লুনিও পোস্ট কোড লটারীর আন্তর্জাতিক দূত হিসেবে কাজ করছেন। তাঁর বক্তব্যে ক্লুনি দক্ষিণ সুদান, ডারফুর ও অন্যান্য যুদ্ধ-বিদ্ধস্ত এলাকাগুলির পুনর্গঠন ও মানুষের জীবনমান উন্নয়নে প্রফেসর ইউনূস প্রবর্তিত ক্ষুদ্রঋণ মডেল কীভাবে একটি কার্যকর পদ্ধতি হিসেবে কাজ করছে তা উল্লেখ করেন। তিনি ক্ষুদ্রঋণকে একটি “অসাধারণরকম সফল” পদ্ধতি বলে এর প্রশংসা করেন এবং এই অসামান্য আইডিয়াটি উদ্ভাবনের জন্য প্রফেসর ইউনূসকে ধন্যবাদ জানান।

 

উৎসবের পূর্বে প্রফেসর ইউনূস ও জর্জ ক্লুনির মধ্যে একটি পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে, এঁরা দুজনেই ইতোপূর্বে একসঙ্গে কাজ করেছেন। মি. ক্লুনি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা বন্ধে এবং কোভিড-১৯ টিকাকে একটি বিনামূল্য বৈশ্বিক গনপণ্য হিসেবে ঘোষণা করতে প্রফেসর ইউনূসের আহ্বানে স্বাক্ষর করেন। প্রফেসর ইউনূসের সাথে আলোচনায় মি. ক্লুনি বলেন যে, প্রফেসর ইউনূস উদ্ভাবিত ক্ষুদ্রঋণ মডেল মি. ক্লুনি তাঁদের “ক্লুনি ফাউন্ডেশন”-এর অধীনে যেসব এলাকায় কাজ করছেন সেখানকার মানুষদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

 

চ্যারিটি উৎসবে জার্মানীর ৫০০ বিশিষ্ট নাগরিক অংশগ্রহণ করেন। এঁদের মধ্যে জার্মানীর প্রধান প্রধান চ্যারিটিগুলির প্রতিনিধিরা ছাড়াও লটারীর বিজয়ীরা ছিলেন যাঁদের কয়েকজন তাঁদের লটারী-লব্ধ অর্থ কীভাবে ব্যবহার করেছেন তার বিবরণ দেন।

ছবির ক্যাপশন: “জার্মান পোস্ট কোড লটারী চ্যারিটি উৎসব ২০২৩”-এ নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে প্রখ্যাত অভিনেতা জর্জ ক্লুনি, উদ্বাস্তু অলিম্পিক সাঁতারু এবং ইউএনএইচসিআর রাষ্ট্রদূত ইউসরা মার্ডিনি এবং জার্মান পোস্টকোড লটারির ব্যবস্থাপনা পরিচালক।


সমাপ্ত

 

Related

ড. ইউনূসকে সমর্থন জানিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার চিঠি

ড. ইউনূসকে সমর্থন জানিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার চিঠি তারিক চয়ন ২৭ আগস্ট ২০২৩, রবিবার, ...

13th Social Business Day to be held in Langkawi, Malaysia

13th Social Business Day to be held in Langkawi, Malaysia
Press Release (26 July 2023) Langkawi | July 26, 2023 The Social Business Day is an annual global gathering organized by the Yunus Centre initiated in 2010 to celebrate and share the accumulated experiences of social business leaders and entrepreneurs spearheading a...

Yunus Meets Chiefs of IOC, ADF, Credit Agricole, and Global Sports Week 2023, and the Chief of the Sports Division of UNESCO

Yunus Meets Chiefs of IOC, ADF, Credit Agricole, and Global Sports Week 2023, and the Chief of the Sports Division of UNESCO
Yunus Centre Press Release ( 16 June 2023)   Nobel Laureate Professor Muhammad Yunus went to Lausanne, Switzerland, to meet with International Olympic Committee (IOC) President Thomas Bach to discuss the future Olympics, bilateral issues, and collaborations in sp...

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, এএফডি, ক্রেডিট এগ্রিকোল, গ্লোবাল স্পোর্টস উইক ২০২৩ প্রধানদের সাথে প্রফেসর ইউনূসের বৈঠক

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, এএফডি, ক্রেডিট এগ্রিকোল, গ্লোবাল স্পোর্টস উইক ২০২৩ প্রধানদের সাথে প্রফেসর ইউনূসের বৈঠক
ইউনূস সেন্টার প্রেস রিলিজ (  ১৬ জুন, ২০২৩ )   সম্প্রতি নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস লুজান, সুই...

Yunus Chairs the Vatican Declaration on Human Fraternity

Yunus Chairs the Vatican Declaration on Human Fraternity
Press Release – 13 June 2023   Nobel Laureate Professor Muhammad Yunus traveled to Rome on June 9th, 2023, to attend the Vatican Meeting on Human Fraternity at Vatican City, upon the invitation of Pope Francis. Thirty Nobel Peace Laureates, individuals, and...

প্রফেসর ইউনূসের সভাপতিত্বে “ভ্যাটিকান মানব সৌভ্রাত্র বিষয়ক ঘোষণা”

প্রফেসর ইউনূসের সভাপতিত্বে “ভ্যাটিকান মানব সৌভ্রাত্র বিষয়ক ঘোষণা”
প্রেস রিলিজ (  ১৩ জুন, ২০২৩ )   মহামান্য পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে ভ্যাটিকান সিটিতে অনুষ্ঠিত মানব সৌ...